Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    লন্ডনে এসিড হামলার শিকার দুই বাংলাদেশি তরুণ

    daily-sangbad-pratidin-london-acid

    পূর্ব লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণ এসিড হামলার শিকার হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বেথনাল গ্রিন পুলিশ স্টেশনের খুব কাছে রোমান রোডে এ হামলার ঘটনা ঘটে।

    daily-sangbad-pratidin-london-acid1

    আক্রান্ত তরুণদের একজন ২৪ বছর বয়সী শাখাওয়াত হোসেন। অপরজনের পরিচয় জানা যায়নি। স্থানীয় দোকানের কর্মচারীরা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা দুইজন বাংলাদেশি। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও প্যারামেডিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

    daily-sangbad-pratidin-london-acid2

    ঘটনার বর্ণনা দিতে গিয়ে একজন দোকানি বলেন, আক্রান্ত হওয়ার পর দুই তরুণ বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে গিয়ে সাহায্য চান। তারা বলেন, তাদের ওপর অ্যাসিড হামলা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, পুলিশ ও হাসপাতালকর্মীরা দুই তরুণের আক্রান্ত স্থানে পানি ঢালছে।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad