বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি
হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলিকে অবিচ্ছেদ্যই মনে হতো। গণমাধ্যমে যারা পরিচিত ছিলেন ব্র্যাঞ্জেলিনা নামে। গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হলেও তাদের সম্পর্কের ভাঙন নাকি শুরু হয় তারও আগে থেকে। তবে গত বছর জোলি যখন 'ফার্স্ট দে কিলড মাই ফাদার' নির্মাণ করছিলেন তখনই বিষয়টি সবার সামনে আসে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিচ্ছেদ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি জোলি। বরং সব আলোচনা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। সম্প্রতি ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন জোলি। বলেছেন, 'ব্র্যাড পিটের সঙ্গে এই বিচ্ছেদ তার জন্য অনেক কঠিন ছিল। ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে পড়ায় সবকিছু এলোমেলো হয়ে যায়। তাই যতই চেষ্টা করা হোক না কেন জীবনটা আর স্বাভাবিক গতিতে এগুবে না। '
৪২ বছর বয়সী জোলি এখন সিঙ্গেল মাদার। ছয় সন্তানের মা তিনি। স্বাভাবিকভাবেই বিচ্ছেদ তার সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সেটি থেকে সন্তানদের দূরে রাখতে জোলি এখন প্রাণপন চেষ্টা করছেন। যতটুকু সম্ভব সন্তানদের কাছাকাছি থাকার চেষ্টা করছেন। জোলি বলেন, 'দক্ষ গৃহিণী হয়ে ওঠার চেষ্টা করছি। বাসন পরিস্কার করছি, পোষা কুকুরের দেখাশোনা করছি, সন্তানদের গল্প পড়ে শোনাচ্ছি। '
No comments