Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    একরাম চেয়ারম্যান হত্যা মামলার আসামী ‘রুটি সোহেল’ ক্রসফায়ারে নিহত



    ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী ‘রুটি সোহেল’ র‌্যাবের হাতে ক্রসফায়ারে নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে ফেনী পৌরসভার বিরিঞ্চি সামসুল হক চেয়ারম্যান বাড়ী এলাকায় সে নিহত হয়। বর্তমানে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ,র‌্যাব ও স্থানীয় কাউন্সিলর ঘটনা স্থলে রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা (ভোর -সাড়ে ৫টায়) সংবাদ প্রতিদিনকে জানান, কিছুক্ষনের মধ্যে নিহত সোহেলের লাশ সদর হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে। সোহেল নিহতের বিষয়ে র‌্যাব বা পুলিশ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেসন্স) বাবুল আজাদ রুটি সোহেল নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা ঘটনাস্থলে আছি। এর বেশি কিছু তিনি জানাতে পারেননি। ফেনী পৌরসভার বিরিঞ্চি হাঙ্কার এলাকার আব্দুল খালেক খোনার বাড়ির জাফর আহমদের ছেলে এই পেশাদার সন্ত্রাসী রুটি সোহেল। একাডেমি এলাকায় একরাম চেয়ারম্যানের গাড়িতে গুলীবর্ষণ করে এই সোহেল। সে একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পাঁচ নম্বর আসামি। সে বিরিঞ্চি এলাকার ব্যাবসায়ী আবু সাইদ হত্যা মামলা,চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতিপক্ষের উপর হামলা, মাদক ব্যবসাসহ বিভিন্ন ঘটনায় মোট ছয়টি মামলা ও বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিজস্ব প্রতিবেদক, সংবাদ প্রতিদিন। (বিস্তারিত আসছে……………………)

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad