Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    আ.লীগ নেতারা জেনেটিকাল লায়ার: রিজভী


    বিএনপি নেতারা ‘প্যাথলজিক্যাল লায়ার’- আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা জেনেটিকাল লায়ার’।
    রবিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। রিজভীকে অবসরে নিয়ে চিকিৎসা করাতে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের বক্তব্যেরও জবাব দেন বিএনপি নেতা। তিনি বলেন, ‘কিছু নেতা আছে যারা মন্ত্রিত্ব হারিয়ে এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। এদের দ্রুত মানসিক চিকিৎসার প্রয়োজন।’
    সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,‘বিএনপি নেতাদের মধ্যে ভাল যে নেই তা বলব না। তবে তারা প্যাথলজিক্যাল লায়ার। মিথ্যাচারের মাধ্যমে তারা অপপ্রচার করেন, যারা তাদের প্রেস ব্রিফিং আর ফটোসেশনে আসেন।’
    এর জবাবে রিজভী বলেন, ‘ভয়াবহ দু:শাসনের বিরুদ্ধে জনগণের রুদ্র গ্রীষ্মের মতো ক্রোধকে প্রশমিত করার জন্য সরস মিথ্যার বাতাস বইয়ে দেয়ার টেকনিট গ্রহণ করেছে বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের মন্ত্রী-নেতারা। সুতরাং সত্যের লেশ এরা সহ্য করে না। আওয়ামী লীগের নেতারা জেনেটিক্যাল লায়ার।’
    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব করেন, ‘অবিচার অনাচারের নৈরাজ্যময় পরিস্থিতিতে দেশবাসী এখন বিপর্যস্ত ও বিপন্ন। কিন্তু প্রতিবাদ করলেই আওয়ামী মন্ত্রী ও নেতাদের আঁতে ঘা লাগে। কারন তাদের প্রচারিত মিথ্যা কথা সবাইকে বিশ্বাস করতে হবে। গায়ের জোরে তারা মিথ্যাকে সত্য বলে জনগণের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে।’
    ‘আওয়ামী লীগ যদি এখনও নিজেদেরকে সংশোধন না করে  তাহলে অবিলম্বে তাদের বিপজ্জনক অবতরণ ঘটবে।’
    জুন ক্লোজিংয়ের নামে সরকারি বরাদ্দ নিয়ে সারাদেশে ক্ষমতাসীন দলের নেতারা লুটপাট চালাচ্ছে এমন অভিযোগ করে রিজভী বলেন,‘প্রধানমন্ত্রী বলছেন তার সরকার নাকি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে আর্থিক খাতগুলো ধ্বংস করে দিয়েছে।’
    প্রতিটি মানুষের ওপর গড়ে ৪৬ হাজার টাকা ঋণের বোঝা দিয়ে ২০১৭-২০১৮ অর্থ বছর শুরু হয়েছে দাবি করে রিজভী বলেন, ক্ষমতাসীন দলের লোকজন দেশ থেকে লুটের মাধ্যমে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ জনগণের ওপর। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে তাকেও ঋণের বোঝা বইতে হচ্ছে।
    আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সকালে তার বাসায় পুলিশ ও সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ হয়রানির করেছে অভিযোগ করেন রিজভী। এই ঘটনাকে মুক্তচিন্তা ও বাক স্বাধীনতার ওপর চরম কুঠারাঘাত বলেও মন্তব্য করেন তিনি। -নিজস্ব প্রতিবেদক, সংবাদ প্রতিদিন।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad