মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে আ.লীগের ত্রাণ বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ।
রবিবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত থেকে এসব এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এস এম জাকির হোসাইন বলেন, কুলাউড়া, জুড়ি, বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আগেও বাংলাদেশ ছাত্রলীগ ছিল ভবিষ্যতেও থাকবে। যতই দুর্যোগ আসুক না কেন কাউকে একবেলা না খেয়ে থাকতে হবে না।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান জুয়েল, উপ-দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক মো. ইফাজ সামিহ, জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দিন খান প্রমুখ।
No comments