ট্রফির স্বাদ চান রাজশাহীর মুশফিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম সেরা পারফরমার মুশফিকুর রহিম। কিন্তু এই ট্রফিটা এখনও স্পর্শ করা হয়নি তার। অন্যদিকে গতবারই ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া করেছে রাজশাহী কিংস। এবার দুই পক্ষেরই সুযোগ প্রথমবারের মতো ট্রফিটা জেতার।
গতকাল মঙ্গলবার নিজেদের আইকন পরিচিতি অনুষ্ঠানে রাজশাহী কিংস দলের পক্ষ থেকে এই শিরোপা জয়ের আশাবাদই শোনানো হলো। আর দল বদলে এবার ‘হোম টিম’ রাজশাহীতে আশা মুশফিকও বললেন, ট্রফির স্বাদটা নিতে চান।
মুশফিক বলছিলেন, বিপিএল এখন অনেক বড় একটা ব্যাপার। এখানে খেলার জন্য বাকিদের মতোই মুখিয়ে আছেন তিনি, ‘বিপিএল অনেক বড় প্লাটফর্ম। গত চার বছরে বিপিএল খেলার জন্য বিশ্বের অনেক খেলোয়াড় খেলতে উন্মুখ হয়ে থাকে। প্রতিটি দলই এবার তাদের দল গুছিয়ে নিচ্ছে। আমার মনে হয়, এবার অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। এবার একটা দলও বাড়ছে। আমি ব্যক্তিগতভাবে মনেকরি, এবার মাঠের খেলা এবং মাঠের বাইরের ব্যাপার খুব ভালো হবে।’
মুশফিক আবারও উল্লেখ করলেন যে, বিপিএল এখন এতোটাই বড় যে, বৈশ্বিক প্রেক্ষাপটে এটাকে আইপিএলের পরই রাখতে হয়, ‘কম্পিটিশনের কথা খেয়াল করলে আইপিএলের পরই বিপিএল। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। আপনি খেয়াল করলে দেখবেন যে, এখানে যতোটা প্রতিযোগিতামূলক ক্রিকেট হয়, তা খুব ভালো মানের। এখানে ডাইমেনশনটা অন্য রকম। ইয়াং ক্রিকেটাররা এখান থেকে অনেক বড় একটা প্লাটফর্ম। আমার মনে হয়, বিপিএলের মাধ্যমে ইয়াংরা প্রতিযোগিতামূলক ক্রিকেটটা খুব ভালো রপ্ত করতে পারছে।’
এবারের বিপিএল নিয়ে একটা অভিযোগ হচ্ছে, বিদেশিদের কোটা বাড়ানো হয়েছে। মুশফিক অবশ্য এই পরিবর্তনে খুব অখুশি নন, ‘বিদেশি খেলোয়াড় থাকলে হয়তো স্থানীয় খেলোয়াড় কম সুযোগ পাবে। কিন্তু বিদেশিদের টপকে যারা সুযোগ পাবে, তারা বিদেশির কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। কারণ বিপিএলে সাধারণ কোনো খেলোয়াড় আসে না। বরং বিশ্বের ভালো ভালো ক্রিকেটার আসে।’
বিপিএল নিয়ে এবার উত্তেজনা শুরু হয়ে গেলো ঢের আগে। এর মধ্যে বাংলাদেশকে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে হবে। মুশফিক বলছেন, সে খেলায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এসব হইচইয়ের, ‘সারা বিশ্বেই এভাবেই হচ্ছে। এখানে এটার প্রভাব পড়ার কোনো কারণ নেই। এগুলো অ্যাডজাস্ট করে খেলতে হয়। আমার মনে হয় না এটার কোনো প্রভাব পড়বে।’
No comments