রেকর্ড পরিমাণ অর্থে নেইমারকে ছাড়তে রাজি বার্সেলোনা
বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার চলতি মৌসুমের ট্রান্সফার বাজারে সবচেয়ে আলোচিত নাম। বার্সা থেকে পিএসজিতে তার ট্রান্সফার নিয়ে কম জল ঘোলা হয় নি। অবশেষে বুধবার বিকেলে (বাংলাদেশ সময়) রেকর্ড পরিমান অর্থের বিনিময়ে তাকে বার্সেলেনা ছাড়ার অনুমতি দেয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা নেইমারকে ছাড়তে রাজি হয়েছে।
বুধবার বার্সেলোনার হয়ে অনুশীলন করতেই ক্লাবে এসেছিলেন নেইমার। যদিও শেষ পর্যন্ত অনুশীলন না করে বিদায় নেন সতীর্থদের কাছ থেকে। নেইমরা তার বার্সা সতীর্থদের জানিয়ে দেন যে তিনি স্প্যানিশ ক্লাবটি ছাড়তে চান। এমনকি বার্সা কোচ ভালভার্দেও তাকে অনুশীলন না করে বিদায়ের অনুমতি দেন।
এদিকে উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে কিনে নিলে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনুযায়ী পিএসজির বিরুদ্ধে তদন্ত শুরু করবে তারা। কারও কাছ থেকে কোনও অভিযোগ না পেলেও স্বেচ্ছায় তারা এ কাজ করবে।
সান্তোস ছেড়ে নেইমার বার্সায় আসেন ২০১৩ সালে। তখন ৪৮ মিলিয়ন ইউরোতে বার্সায় এসেছিলেন ব্রাজিলীয় তারকা।
No comments