দক্ষিণখানে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর দক্ষিণখানে এক কিশোরী ধর্ষিত হয়েছে, বলে অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সোমবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দক্ষিণখানের আশকোনা এলাকার বাসিন্দা ওই ছাত্রীর সঙ্গে আশিক (১৮) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার ওই ছাত্রীর বাসায় কেউ ছিল না। এ সুযোগে আশিক দেখা করতে তার বাসায় যায়। খালি বাসায় সে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন থানায় যোগাযোগ করলে পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায়।
দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (অভিযান) মো. মনিরুজ্জামান বলেন, ‘ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
No comments