বিখ্যাত মারাকানায় খেলা হচ্ছে না ব্রাজিলের
বাছাইপর্বের ৪ ম্যাচ হাতে রেখেই সবার আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বাছাইপর্বে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে কোনো ম্যাচ খেলা হচ্ছে না নেইমারদের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মারাকানায় কোনো ম্যাচ না হওয়ার পেছনে কারণটা খুব বিব্রতকর। অপরিশোধিত বিল ও ভেন্যুর নিয়ন্ত্রণ নিয়ে স্টেডিয়ামের ব্যাবস্থাপনা কমিটি, স্থানীয় ক্লাব ও স্টেডিয়ামের পরিচালনায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিবাদ চরমে উঠেছে। বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটির সংস্কারে প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছিল।
এই মাঠেই অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ ফাইনাল। তবে গত বছর অনুষ্ঠিত অলিম্পিকের পর অনিয়মিতভাবে ব্যবহার হয়েছে মারাকানা স্টেডিয়াম। এবার এখানে একটি ম্যাচও না খেলে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবে ব্রাজিল। সাও পাওলোতে আগামী ১০ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে চিলিকে আতিথ্য দেবে সেলেকাওরা। চ্যাম্পিয়নরা। আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায়হোম ম্যাচে ইকুয়েডরকে মোকাবেলা করবে নেইমারের ব্রাজিল।
No comments