Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    দিনাজপুরে নিখোঁজ ব্যক্তির গলিত লাশ উদ্ধার

    দিনাজপুরের চিরিরবন্দরে চার দিন আগে নিখোঁজ জহির উদ্দিনের (৬৫) গলিত লাশ আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় বাঁশঝাড় থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছিল। তবে মৃত্যুর কারন জানতে পারেনি পুলিশ।
    চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, উপজেলার ইসবপুর ইউনিয়নের বাঙালপাড়া ডাঙ্গির পাড়ের বাশঁঝাড়ে একজনের গলিত লাশের খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছিল। লাশ পচে গলে যাওয়ায় শরিরে কোন আলামত চোখে পড়েনি।
    ওই লাশ চার দিন আগে নিখোঁজ জহির উদ্দিনের বলে সনাক্ত করছে স্বজনরা। সে একই এলাকার মৃত আহমেদ আলীর ছেলে। তবে নিখোঁজের ব্যপারে তারা থানায় কোন লিখিত অভিযোগ জানাননি। মৃত্যুর সঠিক কারন বের করতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত করানো হবে বলে জানিয়েছেন তিনি।  

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad