Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    বিশ্বব্যাপী প্রযুক্তিপণ্যের বিক্রি কমেছে


    বিশ্বব্যাপী ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনের শিপমেন্ট কমেছে। অর্থাৎ এসব  গ্যাজেটের বিক্রি কমেছে। গতবছরের এই সময়ের তুলনায় এই বছর এসব প্রযুক্তিপণ্যের 
    বিক্রি কমেছে ০.৩ শতাংশ। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 
    প্রতিবেদনে বলা হয় গতবছরের কম্পিউটার বিক্রি হয়েছিল ২৭০ বিলিয়ন ইউনিট যা এবছরে কমে দাঁড়িয়েছে ২৬২ বিলিয়ন ইউনিট।  
    অন্যদিকে মোবাইল ফোনের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। গতবছর মোবাইল ফোন বিক্রি হয়েছিল ১.৮৯ বিলিয়ন। আশা করা হচ্ছে পরিমানটা বেড়ে ১.৯ বিলিয়ন ইউনিট হবে। ২০১৮ সালে ফোন বিক্রির প্রত্যাশা করা হয়েছে ১.৯৩ বিলিয়ন ইউনিট।
    যদিও গার্টনারের প্রতিবেদনে এও বলা হয়, অনেক বছর পর বিশ্বব্যাপী প্রযুক্তিপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। কিন্তু আশা করা হয়েছি প্রবৃদ্ধি বাড়ার। 
    গার্টনারের গবেষণা পরিচালক রনজীত আওয়াল বলেন, ‘কম্পিউটার বিক্রির পরিমান কিছুটা কমেছে। অন্যদিকে মোবাইল ফোন বিক্রির পরিমান কিছুটা ভালো। যদিও প্রত্যাশা করা হয়েছিল এসব প্রযুক্তি পণ্যের চাহিদা এই বছর বাড়বে। কিন্তু সে পরিমানে বাড়েনি।’
    এর কারণ উল্লেখ করে গার্টনারের আরেক গবেষণা পরিচালক রবার্ট কোজা বলেন,‘ক্রেতা তাদের ডিভাইসটি নিয়েই সন্তুষ্ট। তারা তাদের ব্যবহৃত ডিভাইসেই সকল সুযোগ-সুবিধা পেয়ে আসছেন। তাই নতুন ডিভাইস কিনতে আগ্রহ কম’।
    যদিও বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নিত্যনতুন ফিচার নিয়ে বাজারে প্রবেশ করছেন। ক্রেতা ধরার জন্য বিভিন্ন অফার ঘোষণাও করছেন। - নিজস্ব প্রতিবেদক, সংবাদ প্রতিদিন

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad