Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ফোনের জন্য ‘নিরাপদ’ ব্যাটারি তৈরি করছে স্যামসাং


    ফোনের জন্য ‘নিরাপদ’ ব্যাটারি তৈরির উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। আগামী দুই বছরের মধ্যে এই ব্যাটারি বাজারে আসবে। স্যামসাংয়ের ফোন ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের নির্মিত স্মার্টফোনেও এই ব্যাটারি ব্যবহার করা হবে। 
    ২০১৭ সালে স্যামসাংয়ের নোট ৭ কেলেঙ্কারির কথা অনেকেরই জানা। ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় ফোনটি বাজারে থেকে তুলে নিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। এমনটি বিমানেও এই ফোনটি বহন নিষিদ্ধ করা হয়। নোট ৭ এ ব্যবহৃত ব্যাটারি ছিল তৃতীয় পক্ষের তৈরি। এই ঘটনায় শিক্ষা নিয়ে স্যামসাং নিজস্ব প্লান্টে ব্যাটারি উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। 
    কোরিয়ান হেরাল্ড ওয়েবসাইট এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং ফোনের জন্য সলিড-স্টেট ব্যাটারি তৈরির পরিকল্পনা নিয়েছে। আগামী দুই বছরের মধ্যেই স্যামসাং উৎপাদনে যাবে। 
    সলিড-স্টেট ব্যাটারি যেমন টেকসই তেমনি নিরাপদও। বিশেষ করে লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়েও সলিড-স্টেট ব্যাটারি নিরাপদ। এই প্রযুক্তিতে ব্যাটারি তৈরিতে সলিড ইলেকট্রোলাইটস ব্যবহার করা হয়। - নিজস্ব প্রতিবেদক, সংবাদ প্রতিদিন

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad