ল্যাপটপই যখন ট্যাব
লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট নিয়ে এল উইন্ডোস অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ডিটাচেবল ট্যাবলেট কাম নেটবুক।
১০ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবলেট পিসি মিক্স লেনোভো ৩১০ এর বৈশিষ্ট্য হল এটি প্রয়োজনে কি-বোর্ড থেকে ডিসপ্লে আলাদা করা যায়, যার ফলে এটি ট্যাবলেট এবং নেটবুক দুই ভাবেই প্রয়োজন মত ব্যবহার করা যায়।
এতে আছে এইচডি (১২৮০ী৪০০ পিক্সেল) ডিসপ্লে, ২ জিবি ডিডিআরথ্রিএল র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। এই ল্যাপটপটিতে আরও আছে, ১০ পয়েন্ট মাল্টি টাচ্ ডিসপ্লে, ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, ডক কি-বোর্ড এবং টাচবোর্ড, জি সেন্সর এবং হল সেন্সর।
আধুনিক এই ট্যাবলেটি চমক হল ৫ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২ মেগা পিক্সেল ফন্ট ক্যামেরা। লেনোভোর এই ট্যাব কাম নোটবুকটির প্যাড ওজনে ১.২পাউন্ড (.৫৮ কেজি) এবং কী বোর্ড ডক ওজনে ১.১৫ পাউন্ড (.৫২ কেজি) যা পাওয়া যাচ্ছে আর্কষনীয় সিলভার কালার এ।
১ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সকল শো-রুমে এবং নির্ধারিত ডিলার আউটলেট এ যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০০ টাকা। - নিজস্ব প্রতিবেদক, সংবাদ প্রতিদিন
No comments