রাবিতে সাংবাদিক নির্যাতন: মামলা, মানববন্ধন
দ্য ডেইলি স্টারের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরফাত রহমানকে মারধরের ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত সাংবাদিক আরাফাত রহমান বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি করেন।
মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হুমায়ুন কবির।
ওসি জানান, আহত সাংবাদিক বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।
ওসি জানান, আহত সাংবাদিক বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।
এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় তাকে ছাত্রলীগ নেতা কানন, সজীব, বিজয়, লাবন নির্যাতন করেছে বলে অভিযোগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আরাফাত। গতকাল দুপুরে প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খানের বরাবর এই অভিযোগপত্র দেয়া হয়।
এর আগে সহকর্মী আরাফাতের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন।
এ সময় বক্তারা বলেন, ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। এমনকি পুলিশ হামলা চালিয়েছে বলেও প্রচার করছে। অথচ সবাই আশা করছিল যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় নিতে ছাত্রলীগ সহযোগিতা করবে। তারা দুজনকে বহিষ্কারের নাটক করেছে মাত্র।
বক্তারা বলেন, ‘এই বহিষ্কার নাটকের মাধ্যমে সাংবাদিক নির্যাতনের বিচার হতে পারে না।’
রাবি রিপোর্টাস ইউনিটির সভাপতি কায়কোবাদ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ, রাবিসাসের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি হাসান আদিব, সহ-সভাপতি মোস্তাফিজ মিশু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হোসাইন মিঠু, ডিবিসি টেলিভিশন ও দৈনিক সমকালের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব, বিএফইউজের সদস্য জাভেদ অপু প্রমুখ।
রাবি রিপোর্টাস ইউনিটির সভাপতি কায়কোবাদ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ, রাবিসাসের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি হাসান আদিব, সহ-সভাপতি মোস্তাফিজ মিশু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হোসাইন মিঠু, ডিবিসি টেলিভিশন ও দৈনিক সমকালের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব, বিএফইউজের সদস্য জাভেদ অপু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনি।
No comments