Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ৩৮তম বিসিএস আবেদনে এনআইডি আবশ্যক নয়


    ৩৮ তম বিসিএস পরীক্ষার আবেদনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য প্রদানের আবশ্যকতা তুলে নিয়েছে জাতীয় কর্মকমিশন (পিএসসি)।
    মঙ্গলবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন ঈশিতা এ তথ্য জানান।
    তিনি বলেন, প্রাথমিক আবেদনে এনআইডি'র তথ্য প্রদানের বাধ্যবাধকতা নেই। তবে লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষার বোর্ডে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।
    পিএসসির এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক আবেদনে জাতীয় পরিচয়পত্রের নম্বর বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, এখনও তারা আইডি হাতে পাননি অথবা অনেকের হারিয়ে গিয়েছে। তাই আপাতত এটা শিথিল করা হয়েছে।
    তবে যাদের কাছে এনআইডি রয়েছে তাদের তথ্য প্রদান করতে হবে বলে জানান তিনি।
    এদিকে সরকারি কলেজের প্রভাষক পদে আইসিটির অন্তর্ভুক্ত সব শিক্ষার্থীই আবেদন করার সুযোগ পাচ্ছেন।
    মঙ্গলবার সকালে এ বিষয়েও পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
    ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদের যোগ্যতায় চারটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। কোনো প্রার্থী তার অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়কে উল্লিখিত চারটি বিষয়ের মধ্যে যে বিষয়কে সংশ্লিষ্ট বিষয় মনে করবেন তিনি সেই বিষয়ের বিষয় কোড পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।’
    এবারের বিসিএসে ২৪টি ক্যাডারে সর্বমোট ২ হাজার ২৪ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি আছে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদ ৩০০টি।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad