টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে দম্পতির লাশ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল চন্দ্র দাশ (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের রসুলপুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মো. নাজমুল হক ভুইয়া জানান এই দম্পতির একমাত্র ছেলে ঢাকায় একটি ব্যাংকে চাকরি করেন। বাড়িতে তারা দুজনেই ছিলেন। সকালে প্রতিবশীরা তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে গিয়ে ডাকাডাকি করে।
পরে বাড়িতে তাদের না পেয়ে আশেপাশে খুঁজতে থাকে। পরে বেলা ১২টার দিকে তাদের বাড়ির সেপটিক ট্যাংকে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাদের হত্যার পর লাশ ফেলে গেছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা। তবে অনুসন্ধানের পরেই বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।
No comments