Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ডায়ানার মৃতদেহ চুরির চেষ্টা হয়েছে ৪ বার

    সড়ক দুর্ঘটনায় নিহত ব্রিটিশ রাজবধূ ডায়নার মৃতদেহ চুরির চেষ্টা করেছে চোরেরা। তাও একবার নয় মোট চারবার চুরির চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছেন ডায়ানার ভাই।
    সম্প্রতি একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ডায়ানার ভাই, ৫৩ বছর বয়সী আর্ল স্পেনসার এ তথ্য দিয়েছেন। একই সাক্ষাৎকারে ব্রিটিশ রাজ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তুলেছেন আর্ল স্পেনসার।
    ১৯৯৭ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা। মৃত্যুর সময় ডায়ানার বড় ছেলে উইলিয়ামের বয়স ১৫ ও ছোট ছেলে হ্যারির বয়স ছিল ১২। পরে তাকে নর্থহ্যাম্পটনশায়ারের আলথর্পে সমাহিত করা হয়।
    সে সময় রীতি পালনের জন্য ডায়ানার কফিনের পেছন দীর্ঘ পথ হাঁটতে হয়েছিল তার দুই শোকার্ত ছেলেকে। বিবিসি রেডিও ফোরকে ডায়ানার ভাই আর্ল স্পেনসার বলেন, রাজ কর্মকর্তারা আমাকে তখন জানিয়েছিলেন উইলিয়াম-হ্যারি নিজেদের সিদ্ধান্তেই কফিনের পেছনে দীর্ঘপথ হাঁটতে চেয়েছিল।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad