এসেক্স'র টাকা নেননি তামিম, ফেরত দিয়েছেন অগ্রিম টাকাও
ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে আটটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তামিম ইকবাল। তবে, মাত্র একটি ম্যাচ খেলেই লন্ডন ত্যাগ করেন এই ড্যাশিং ব্যাটসম্যান। এ কারণে তিনি নাকি ক্লাবটি থেকে কোনো টাকা গ্রহণ করেন নি। তামিম ইকবালের এক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছেন।
ওই সূত্রের দাবি, দলের হয়ে মাঠে নেমে আশানুরূপ ব্যাট করতে না পারায় এবং একটিমাত্র ম্যাচ খেলে দেশে ফিরে আসায় এসেক্স'র কাছ থেকে কোনো টাকা নেননি তামিম। শুধু তাই নয়, তামিমকে দেয়া ক্লাবের অগ্রিম টাকাও ফেরত দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এসেক্সের হয়ে আটটি ম্যাচ খেলার জন্য পরিবারসহ ইংল্যান্ড গিয়েছিলেন তামিম ইকবাল। পরিবার নিয়ে থাকার জন্য তামিমকে একটি ফ্ল্যাট ভাড়া করে দিয়েছিল এসেক্স। ব্যবহারের জন্য দিয়েছিল একটি গাড়ি।
পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ পরিবারসহ দেশে চলে আসেন তামিম। গুঞ্জণ উঠেছে লন্ডনে তামিমের স্ত্রীর ওপর সাম্প্রদায়িক হামলার কারণেই লন্ডন ছেড়েছেন তিনি। তবে তামিম ও তার দল এসেক্স এ ঘটনার কথা অস্বীকার করেছেন।
No comments