বিশ্বকাপ পর্যন্ত কোহলিদের নতুন কোচ হলেন রবি শাস্ত্রী
অনিল কুম্বলের ভারতীয় কোচের পদ থেকে পদত্যাগের পর ভারতীয় মিডিয়ায় গুঞ্জনকে সুত্য করে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হয়েছেন রবি শাস্ত্রী। ২০১৯ সাল পর্যন্ত তিনি কোহলি-ধোনিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট উপদেষ্টা কমিটি আগামী বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীকেই নতুন কোচ হিসেবে বেছে নিল।
চ্যাস্পিয়নস ট্রফির ফাইনালে পরাজয়ের পরপরই ভারতীয় ক্রিকেট দলের কোচ অনিল কুম্বলের পদত্যাগ করেন। এরপর থেকেই বিরাট কোহলিদের নতুন কোচ নিয়ে কল্পনা-জল্পনার শেষ নেই। অবশেষে সেই জল্পনা- কল্পনার অবসান ঘটল।
উল্লেখ্য, রবি শাস্ত্রী, বীরেন্দ্র শেবাগ, টম মুডি ছাড়াও প্রতিযোগিতায় ছিলেন ফিল সিমন্স, রিচার্ড পাইবাস এবং লালচাঁদ রাজপুত। এছাড়া দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজ়নারকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছিল।
No comments