নির্বাচনের আগে সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে: দুদু
নির্বাচনের আগে সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে। এ দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (১১ জুলাই) সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন।
সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এ মানববন্ধনে তিনি বলেন, আওয়ামী লীগ আসন্ন নির্বাচনের আগে আলোচনায় বসতে ব্যর্থ হলে, তার দায়ভার বিএনপি নেবে না।
আবারও ৫ জানুয়ারির মত নির্বাচন হলে, আন্দোলনের ঝড় উঠবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।
No comments