খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন শনিবার
আগামী শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে দশটায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শুরু হওয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে রাত সাড়ে ৯টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
No comments