Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন শনিবার


    আগামী শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে দশটায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শুরু হওয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


    এর আগে রাত সাড়ে ৯টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
    মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১৫ জুলাই দলের চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডন সফর করবেন।’
    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, ‘দলের চেয়ারপরসনের দেশে ফেরা, তার চিকিৎসার ওপর নির্ভর করছে।
    প্রসঙ্গত, চিকিৎসার জন্য শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরাটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, গৃহকর্মী ফাতেমা তার সঙ্গে যাবেন। পবিত্র ঈদ উল আযহার পর খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানা গেছে।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad