Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    হারিয়ে যাচ্ছে গুগলের ইনস্ট্যান্ট সার্চ সুবিধা

    daily-sangbad-pratidin-google
    সাত বছর পর ইনস্ট্যান্ট সার্চ সুবিধা সরিয়ে নিচ্ছে গুগল। ২০১০ সালে এ সুবিধা চালুর সময় গুগল কর্তৃপক্ষ জানায়, টাইপ করার আগেই ব্যবহারকারীরা যাতে কাঙিক্ষত বিষয়টি খুঁজে পায় (সার্চ বিফোর ইউ টাইপ) সে জন্যই এটি যুক্ত করা হচ্ছে। এটি তাদের সময়ও বাঁচাবে।  
    গুগলকে নেতৃত্বদানকারী মরিসা মেয়ার সুবিধাটি চালুর সময় বলেছিলেন, এটি দিনে ব্যবহারকারীদের ৩.৫ মিলিয়ন সেকেন্ড বাঁচিয়ে দেবে।  
    এ সুবিধাটি মূলত ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য। কিন্তু এখন মোবাইলেই মানুষ ইন্টারনেট বেশি ব্যবহার করছে। তাই ডেস্কটপে চালুকৃত এ বিশেষ সুবিধাটি সরিয়ে দিয়ে সব ডিভাইসে কীভাবে সার্চিংয়ের বিষয়টি সহজ করা যায় সেদিকে মনোযোগ দিতে চায় গুগল। এজন্যই ইনস্ট্যান্ট সার্চ সুবিধা সরিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad