Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    চিটাগাং ভাইকিংস ছেড়ে রংপুর রাইডার্সে গেইল


    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে চিটাগাং ভাইকিংস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন ওয়েস্টইন্ডিজের মারমুখি ব্যাটসম্যান ক্রিস গেইল। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।

    তিনি জানান, আমরা বিপিএলের জন্য গেইলের সঙ্গে চুক্তি করেছি। তাকে পুরো টুর্নামেন্টে পাওয়া দুষ্কর। আমাদের হয়ে ২ থেকে ৪টি ম্যাচ খেলবেন তিনি এর আগে ফ্রাঞ্চাইজিটি সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডিকে তাদের প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

    বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার সঙ্গে থাকছেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার স্যামুয়েল বদ্রি এবং জনসন চার্লসও। ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারা খেলবেন এ দলের হয়ে।

    দেশি তারকাদের মধ্যে রংপুর রাইডার্স স্পিনার আরাফাত সানি, পেসার রুবেল হোসেনকে রেখে দিচ্ছে। এছাড়া আইকন হিসেবে নাসির হোসেনকে দলে নেওয়ার চেষ্টা করছে দলটি।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad