স্বেচ্ছায় ঢাকা ছেড়েছেন ফরহাদ মজহার : আইজিপি
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ ইস্যু নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, তিনি স্বেচ্ছায় ঢাকা ছেড়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ফরহাদ মহজার এটা অপহরণ নাটক করেছেন কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমার ধারণা এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে এটাই ক্লিয়ার। ফরহাদ মজহারের অপহরণের ঘটনাকে নাটক মনে হয়। তিনি মাইক্রোতে নয়, বাসে করেই খুলনা গেছেন। সরকারকে বিভ্রান্ত করতেই অপহরণের নাটক সাজানো হয়েছে বলে আমরা মনে করছি।
No comments