‘এল ক্লাসিকো’র সময়সূচী ঘোষণা
সারা ফুটবলবিশ্ব দু’টো ‘ক্লাসিকো’র জন্য দিন গুণতে থাকে। ‘সুপার ক্লাসিকো’ (ব্রাজিল বনাম আর্জেন্টিনা) ও ‘এল ক্লাসিকো’ (রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা)। এই নক্ষত্রের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেস মেসির দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। ২০১৭-১৮ মৌশুমের ‘এল ক্লাসিকো’র দিন নির্ধারণ হয়ে গেল শুক্রবার।
বড়দিনের আগেই এবার ফুটবলের ‘বড়দিন’ দেখতে চলেছে রিয়াল-বার্সা ফ্যানেরা। আগামী ২০ ডিসেম্বর লা লিগায় মুখোমুখি হবে রোনালদো ও মেসি। ক্লাব বিশ্বকাপের চার দিনের মধ্যেই রিয়ালকে নামতে হবে বার্সার বিরুদ্ধে। সেক্ষেত্রে ২০-র পরিবর্তে একদিন বাদে ২১ ডিসেম্বর ম্যাচটি হতে পারে স্যান্টিয়াগো বার্নাব্যুতে।
৬ মে মেসিদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হবে লিগের দ্বিতীয় ম্যাচ। লা লিগা চ্যাম্পিয়ন রিয়ালকে এখন থেকেই ফেভারিট ধরছেন অনেকে। এই টুর্নামেন্টে জিদানের শিষ্যরা তাদের অভিযান শুরু করবে লা করুনার বিরুদ্ধে। অন্যদিকে আর্নেস্তো ভালভার্দের অধীনে বার্সা মাঠে নামবে রিয়াল বেটিসের বিরুদ্ধে।
No comments