Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী গ্রেপ্তার


    মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে ১০ জনই শিশু। দেশটির সেগেমবাত দালাম জেলার ‘বুকিত প্রিমা পেলাংগি’ এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
    কুয়ালালামপুর অভিবাসন দপ্তর স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ওই অভিযান চালিয়েছে। এ সময় প্রায় ১০০টি বাড়িতে অতর্কিত অভিযান চালিয়ে এই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।
    কুয়ালালামপুর ‘ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের’ প্রধান মোহাম্মদ শারুল নিজাম ইসমাইল এবং কুয়ালালামপুর ‘ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এনফোর্সমেন্টের’ প্রধান মোহাম্মেদ ইউসুফ খান মোহাম্মদ হাসান ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টার’-এর খবরে এ তথ্য জানানো হয়েছে।
    গ্রেপ্তার হওয়াদের মধ্যে অধিকাংশই ইন্দোনেশিয়ার নাগরিক।এদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ১৬ জন বাংলাদেশি এবং বাকিরা মিয়ানমার ও শ্রীলঙ্কার। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৯ নারী এবং ১০ শিশু রয়েছে বলেও অভিবাসন দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
    অভিযানের পর কুয়ালালামপুর ‘ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের’ প্রধান মোহাম্মদ শারুল নিজাম ইসমাইল জানান, এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে বসবাস করছিলেন। আটককৃতদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad