ডেসটিনির জব্দকৃত সম্পদের পরিমাণ ৭৮৬ কোটি টাকা
ডেসটিনির জব্দকৃত স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৮৬ কোটি ২৫ লাখ টাকা। যার মধ্যে ব্যাংকে জব্দ রয়েছে ১৫৩ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার টাকা। আর গাড়ি রয়েছে ১১২টি।
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চে এই হিসাব দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরে ডেসটিনির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিত শুনানি মুলতুবি করে আদালত। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
গত ১৬ জুলাই আপিল বিভাগ জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টে ডেসটিনির কি পরিমাণ অর্থ রয়েছে তার হিসাব আদালতে দাখিল করতে দুদক নির্দেশ দেয়। সেই নির্দেশ মোতাবেক গতকাল এই হিসাব দাখিল করা হয়।
No comments