Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ‘ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি’

    Daily-sangbad-pratidin-obaidul-kader

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজছে। গতকাল রবিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, লন্ডন সফরকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমান কী কী বিষয়ে আলাপ করছেন, দেশি-বিদেশি কার কার সাথে যোগাযোগ রাখছেন তা সরকার ও আওয়ামী লীগ জোরালোভাবে খোঁজখবর রাখছে। লন্ডনে কোনো ষড়যন্ত্রে লিপ্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
     
    ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে গিয়ে কি করছেন সেদিকে নজর রাখা হচ্ছে। সব খোঁজখবর নেওয়ার জন্য লোকজন আছে।’ তিনি বলেন, আমরা কোনো বিষয়ে অন্ধকারে ঢিল ছুড়তে চাই না। তবে এই বিষয়টা (সরকারবিরোধী ষড়যন্ত্র) টুইটার-ফেসবুকে এসেছে। এটা নিয়ে লেখালেখি হচ্ছে। আমরা সরকারের পক্ষে যুক্তরাজ্য দূতাবাসে সরকারিভাবে এবং আমাদের পার্টির পক্ষে দলীয়ভাবে খোঁজখবর নিচ্ছি। যে খবর বেরিয়েছে, এই খবরের সত্যতা কতটুকু তা খোঁজখবর নেওয়ার পর বলা যাবে।
     
    তিনি বলেন, আওয়ামী লীগের বিকল্প কোনোদিন বিএনপি হতে পারে না। দেশের জনগণ বিএনপিকে কখনোই আওয়ামী লীগের বিকল্প হিসেবে ক্ষমতায় আনতে পারে না। কারণ বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তারা কি করেছে, তা দেশের মানুষ জানে।
     
    নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা গত এক মাস ধরে হোমওয়ার্ক করেছি। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা থেকে আয়-ব্যয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে দফায় দফায় বৈঠক করে প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল আগারগাঁওস্থ বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে পঞ্জিকাবর্ষ-২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব দাখিল করবে।
     
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা ওনার ব্যাপার’।
     
    সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত হয়, বগুড়ায় শ্রমিক লীগ নেতা বাড়ি থেকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে গিয়ে এক ছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষিতা ও তাঁর মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার তদন্ত করবে আওয়ামী লীগ। দলের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বগুড়ার ঘটনা উল্লেখ করে বৈঠকে বলেন, এ ঘটনায় দল দুর্নাম কুড়িয়েছে। দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad