আওয়ামী লীগ না চাইলেও বিএনপি নির্বাচনে অংশ নেবে: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না চাইলেও বিএনপি নির্বাচনে অংশ নেবে।’
শুক্রবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর জরুরি সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এক কথা বলেন।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ‘রূপকল্প’ বা ‘ভিশন ২০৩০’ মানেই বিভিন্ন জেলায় জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ভীষণ মারামারি। সদস্য সংগহের নামে তারা জেলায় জেলায় যেভাবে বিশৃঙ্খলা করছেন, তাতে দলটির নেতাকর্মীদের গায়ে কাপড় থাকে না, এগুলো দেখে হাসি পায়। আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেয়া হয়, সেগুলো দেখার পর বিএনপি নকল করে করতে গিয়েই বিপাকে পড়ে ।’
আওয়ামী লীগকে বিএনপি অনুকরণ করে এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আজকের ভিশন শুধু নয়, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমরা স্লোগান দিয়েছিলাম, ‘এক মুজিবের লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে।’ এরপর জিয়াউর রহমান হত্যার পর বিএনপিকে দেখেছি ‘এক জিয়া’ স্লোগান দিতে।’
No comments