ভোটের রাজনীতিতে ছাত্রলীগকে এগিয়ে থাকতে হবে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু |
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভোটের রাজনীতিতে ছাত্রলীগকে এগিয়ে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ছাত্রলীগকে আরো সু-সংগঠিত হতে হবে। জনসেবার মনোভাব নিয়ে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।
শুক্রবার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনকের হাতে গড়া সংগঠন। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সংগঠন। এখানে ছাত্র ব্যতীত কোনো অছাত্রের স্থান থাকবে না।
তিনি বলেন, আমরা জনগণের কাজ করতে চাই। তাই আমরা ভালো লোকের সংগঠন চাই।
কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রোমেল মাহমুদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ম.ই.মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবুল হোসেন রতন,যুগ্ম আহবায়ক জাফর ইকবাল বাপ্পি প্রমুখ।
No comments