বাংলাদেশ সফরের দল গড়া নিয়ে ‘বিপাকে’ অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকা সফরে ভালো করতে পারলে অস্ট্রেলিয়া ‘এ’ দলে থাকা লেগ স্পিনার মিচেল সুইপসনকেও বিবেচনা করতে চেয়েছিলেন নির্বাচকেরা। উপমহাদেশের কন্ডিশন বিবেচনা করেই তাঁদের এই চিন্তা। সেটিও হচ্ছে না সফরটা বাতিল হওয়ায়। ট্রেভর হনসের নেতৃত্বে সিএর তিন সদস্যের নির্বাচক দলকে এখন তাকিয়ে থাকতে হবে ১০ আগস্ট ডারউইনে শুরু কন্ডিশনিং ক্যাম্পে। সেখানে দুই দলে ভাগ হয়ে তিন দিনের একটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দল। চূড়ান্ত স্কোয়াডের বাইরে থাকা পেসার কিংবা স্পিনারদের কেউ ভালো করলে হয়তো তাঁকে ১৪ জনের দলে নিতে পারেন তাঁরা।
বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বর্তমান চুক্তি শেষ হয়েছে ৩০ জুন। এরপর থেকে বেকার হয়ে আছেন ২৩০ জনের মতো ক্রিকেটার। নতুন চুক্তিতে প্রস্তাবিত বেতন-ভাতা নিয়ে দুই পক্ষের সমঝোতা হয়নি এখনো। কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে সে ঝামেলা মিটলেই হয়!
No comments