নোয়াখালীতে নিখোঁজের এক দিন পর যুবকের লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে নিখোঁজের এক দিন পর শহীদ উল্লাহ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার দেবীসিংহপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শহীদ উল্লাহ একই গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে গাছের ডাল কাটার জন্য বাড়ি থেকে বের হন শহীদ উল্লাহ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বিকেলে ও রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন। আজ বুধবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে শহীদের লাশ ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করেন পরিবারের লোকজন।
সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। "
No comments