Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে এক সপ্তাহে ৯ শিশুর মৃত্যু



    চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়ার পাহাড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে আজ বুধবার সকালে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ওই পাড়ায় মারা গেছে ৯ শিশু। গত বৃহস্পতিবার এক শিশুর মৃত্যুর মধ্য দিয়ে শুরু হয় এ মৃত্যুর ঘটনা।
    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, "আমরা আজ এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখান থেকে আরো ৩৬ শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। " তিনি আরো বলেন, "এই শিশুগুলোর প্রথমে জ্বরের সঙ্গে শরীরে বিচি ওঠে। এরপর কাশি ও শ্বাসকষ্ট হয়ে তারা মারা গেছে। এটাকে আমরা অজ্ঞাত রোগ বলছি। এটা পরীক্ষা–নিরীক্ষা করার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসবে। "
    এদিকে, অজ্ঞাত রোগে মৃত্যুর খবর পেয়ে আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা। ওই এলাকার আক্রান্ত শিশুদের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠান তারা।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad