সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে এক সপ্তাহে ৯ শিশুর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়ার পাহাড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে আজ বুধবার সকালে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ওই পাড়ায় মারা গেছে ৯ শিশু। গত বৃহস্পতিবার এক শিশুর মৃত্যুর মধ্য দিয়ে শুরু হয় এ মৃত্যুর ঘটনা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, "আমরা আজ এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখান থেকে আরো ৩৬ শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। " তিনি আরো বলেন, "এই শিশুগুলোর প্রথমে জ্বরের সঙ্গে শরীরে বিচি ওঠে। এরপর কাশি ও শ্বাসকষ্ট হয়ে তারা মারা গেছে। এটাকে আমরা অজ্ঞাত রোগ বলছি। এটা পরীক্ষা–নিরীক্ষা করার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসবে। "
এদিকে, অজ্ঞাত রোগে মৃত্যুর খবর পেয়ে আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা। ওই এলাকার আক্রান্ত শিশুদের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠান তারা।
No comments