বিদেশিরা কখনো নির্বাচনে হস্তক্ষেপ করে না : তোফায়েল
নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। বিদেশিরা কখনো কোনো দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না। অতীতেও করেনি এবং ভবিষ্যতেও করবে না।
আজ মঙ্গলবার জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপি সহায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে এগুলো এখন অতীত- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন বাংলাদেশে আসবে না। বিএনপির উচিত হবে দৌঁড়ঝাপ বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা।
আজ মঙ্গলবার জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপি সহায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে এগুলো এখন অতীত- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন বাংলাদেশে আসবে না। বিএনপির উচিত হবে দৌঁড়ঝাপ বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা।
বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সাজা হয়েছে আদালতের মাধ্যমে। কোনো দল বা ব্যক্তি তাকে সাজা দেয়নি। তাই তার চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষ বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে।
এসময় দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটনসহ অন্যরা উপস্থিত ছিলেন। বাসস
No comments