Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ঈদ ‘আনন্দমেলা’র উপস্থাপনায় একসঙ্গে তারা

    Daily_Sangbad_Pratidin_Riyaz_Saon.jpg

    বিটিভির জনপ্রিয় ঈদ অনুষ্ঠান ‘আনন্দমেলা’। প্রতি ঈদের মতো এবার ঈদেও নির্মিত হচ্ছে এই অনুষ্ঠানটি। এবারের আনন্দমেলা উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী-কণ্ঠশিল্পী শাওন।
     
    রিয়াজ বলেন, ‘বরাবরই নানা ধরনের বিশেষত্ব নিয়ে উপস্থাপিত হচ্ছে ঈদের ‘আনন্দমেলা’। এবারও ভিন্ন আঙ্গিকে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। আমি আর শাওন গল্পে গল্পে উপস্থাপনা করবো পুরো অনুষ্ঠানটি।’
     
    অন্যদিকে শাওন অনুষ্ঠানটি প্রসঙ্গে বলেন, ‘আমি উপস্থাপক নই। তবে এবারের আনন্দমেলায় সঙ্গে থাকছেন আমার দীর্ঘদিনের সহকর্মী রিয়াজ। গতানুগতিক উপস্থাপনা এবার থাকছে না। রিয়াজ ভাই আর আমি গল্পে গল্পে পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করবো। আর সে জন্যই আমি অনুষ্ঠানটির বিষয়ে আগ্রহী হয়েছি। এবারের ঈদে আর কোনো অনুষ্ঠানে আমি থাকছি না, আনন্দমেলাতেই ভক্ত-দর্শকরা আমাকে পাবেন। একটা কথা না বললেই নয়, বিটিভিতেই আমার শিল্পীসত্তার জন্ম এবং বেড়ে ওঠা। তাই এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজের শেকড়ের কাছে ফিরে যাওয়ার অনুভূতি অনুভব হচ্ছে।’
     
    বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থণায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা করবেন মাহফুজা আক্তার। প্রচার হবে ঈদের রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad