Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ১১ লাখ কেজি ফল নিলামে তুলছে চট্টগ্রাম বন্দর

    Daily_Sangbad_Pratidin_chittagong_bondhor.jpg

    চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ প্রায় ১১ লাখ কেজি আপেল, মাল্টা ও কমলা এবং আদা নিলামে তুলেছে। ছয় মাস ধরে পড়ে থাকা এসব পণ্য আমদানিকারকরা খালাস না করায় এ সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

    জানা গেছে, গত ১৩ আগস্ট (রোববার) ৩ লাখ ৬০ হাজার কেজি মাল্টা নিলামে তোলা হয়েছে। আজ (মঙ্গলবার) তোলা হবে এক লাখ ৫৬ হাজার কেজি আপেল। এ ছাড়া বাকি ফল এই মাসেই ধাপে ধাপে নিলামে তোলা হবে।
    সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে এসব পণ্যের কনটেইনার বন্দরে ইয়ার্ড দখল করে রেখেছে। ফলে কনটেইনার ওঠানামার কার্যক্রম ব্যাহত হচ্ছে। যথা সময়ে এসব পণ্য ছাড় না করায় বিপুল রাজস্বও আটকে আছে। একই সঙ্গে বিদেশি রফতানিকারকদের কাছে ভাবমূর্তির সঙ্কটে পড়ছেন আসল ব্যবসায়ীরা। ফলে কর্তৃপক্ষ নিলামের সিদ্ধান্ত নিয়েছে।

    কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৩ লাখ ৬০ হাজার কেজি মাল্টা বন্দরে এসেছে। ৪৫ দিনের মধ্যে সরবরাহ না নেয়ায় গত ১৩ আগস্ট প্রথম দফায় ৩ লাখ ৬০ হাজার কেজি মাল্টা নিলামে তোলা হয়। নিলামে সেগুলো ২ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad