সুযোগ পেলে স্মরণীয় একটা স্পেল করতে চান তাসকিন
দেশের মাটিতে প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেলে বাংলাদেশের জয়ে স্মরণীয় অবদান রাখতে চান তাসকিন আহমেদ। মিরপুর অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান এই স্পিড স্টার। তাসকিনের ব্যক্তিগত লক্ষ্য অজিদের সেরা দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের উইকেট নেয়া।
তাসকিন আহমেদ বলেন, 'টেস্ট ক্রিকেটে স্কোয়াডে থাকার মধ্যে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করছি। ড্রিম উইকেট তো সবাই, এরমধ্যে ওয়ার্নার, স্মিথ। যদি আমার খেলার সুযোগ হয় তাহলে আমি একটা উইনিং স্পেল করতে চাই যেটা দিয়ে বাংলাদেশ ম্যাচ জিততে পারে। যেহেতু আমরা ইংল্যান্ডকে হারিয়েছি কয়েকদিন আগে। শ্রীলঙ্কার মাটিতে তাদের টেস্টে হারিয়েছি। এর মানে আমরা সক্ষম। এখন আমাদের সবার মধ্যে এ বিশ্বাসটা আছে যে, আমরা যেকোনো টিমের বিপক্ষে লড়াই করতে পারবো এবং জিততে পারবো।'
No comments