Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    গাজীপুরে জজের বাড়িতে আগুন

    daily-sangbad-pratidin-gazipur.jpg

    কিশোরগঞ্জ জজ আদালতের সিনিয়র সহকারী জজ সুলতান উদ্দিন প্রধানের গাজীপুরে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির বারান্দার কিছু অংশ পুড়ে গেছে।
    শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
    স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জে কর্মরত সিনিয়র সহকারী জজ সুলতান উদ্দিন প্রধানের কাপাসিয়ার গ্রামের বাড়িতে তার মা, বাবা ও বোন থাকেন। শুক্রবার রাত ১১টার দিকে দুর্র্বত্তরা আধাপাকা বাড়ির বারান্দায় রান্নার জন্য রাখা শুকনো পাতা ও লাকড়িতে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে জজের বাবা মো. ফজলুল হক লোকজন নিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
    এ ব্যাপারে সিনিয়র সহকারী জজ সুলতান উদ্দিন প্রধান জানান, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
    তবে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে বারান্দার শুকনো পাতায় আগুন ধরেছে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad