Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ধ্রুব গুহের গানের মডেল আসিফ আকবর

    Daily_Sangbad_Pratidin_asif_singer.jpg

    বাংলা গানের যুবরাজ আসিফ আকবর আসছেন নতুন পরিচয়ে তার ভক্তদের সামনে। এতদিন আসিফ আকবর মডেল হয়েছেন তার নিজের গানে। এর বাইরে বাণিজ্যিক কোনো সিনেমা, নাটক কিংবা বিজ্ঞাপনেও তাকে দেখা যায়নি। তবে এবার তিনি অন্যের গানে মডেল হয়ে হাজির হচ্ছেন। আসছে ঈদেই এই চমক জাগানিয়া ভিডিওটি প্রকাশ হবে।

    জনপ্রিয় গায়ক ধ্রুব গুহের গানের ভিডিওতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আসিফ। আর তার সঙ্গে নায়িকা হিসেবে আছেন ভিট চ্যানেল আই টপ মডেল সুমাইয়া আনজুম মিথিলা।
    এই ভিডিওতে অভিনয় প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এটা হুট করে সিদ্ধান্ত নেয়া নয়। গানটি আমি বেশ কয়েকবার শুনেছি। গানটির কথা, সুর ও সঙ্গীত আমার ভালো লেগেছে। আর ধ্রুব গুহ বাংলা গানের জনপ্রিয় নাম। আমার ভালোবাসার মানুষ। তাই গানটিতে অভিনয় করতে যাচ্ছি মন থেকে ভালো লাগা নিয়ে।’

    তিনি আরও বলেন, ‘নিজের গানের বাইরে এটাই আমার প্রথম এবং শেষ অভিনয়। ভিডিওর লোকেশন ও গল্পে আমার ভক্তরা আমাকে নতুন রূপে পাবে।’

    ধ্রুব গুহ বলেন, ‘বাংলা গানের যুবরাজ আমার গানে অভিনয় করছেন, এটা রীতিমতো চমকে যাওয়ার খবর। এত বড় মাপের একজন সঙ্গীত তারকা আমার গানে অভিনয় করছেন এটা আমার সঙ্গীত জীবনের মস্ত বড় একটি পাওয়া।’

    ‘একলা পাখি’ শিরোনামের গানটিতে থাকবে কণ্ঠশিল্পী ধ্রুব গুহেরও উপস্থিতি। বান্দরবানের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটির ভিডিও নির্মাণ করছেন শুভব্রত সরকার (সিনেআর্ট)।

    ‘একলা পাখি’ গানটি লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী আর সঙ্গীত পরিচালনা করেছেন তরিক। এই ঈদেই ‘ধ্রুব মিউজিক স্টেশন’ তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করবে।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad