Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    দিনের শুরুতেই তাইজুলের বিদায়

    Daily_Sangbad_Pratidin_bangladesh_taijul.jpg

    সাকিব-মিরাজের বোলিং তোপে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে আটকে দিয়ে বড় লিডের স্বপ্ন নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই ধাক্কা খেল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে সৌম্যর বিদায়ের পর নৈশ প্রহরী হিসেবে মাঠে নামা তাইজুল দিনের শুরুতেই বিদায় নিয়েছেন। লিওনের বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ৪ রান করে সাজঘরে ফেরেন এই তারকা।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৫ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন ইমরুল কায়েস। তামিম ৪২ রান নিয়ে ব্যাট করছেন।
    অস্ট্রেলিয়াকে ২১৭ রানে আটকে দিয়ে ৪৩ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভালোই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও সৌম্য দ্বিতীয় ইনিংসের ২০টি ওভার রয়ে-সয়ে খেলে পার করে দিয়েছিলেন। সবাই প্রহর গুনছিলেন, আর দু-একটা ওভারের পরই হয়তো দিনটা ভালোয় ভালোয় শেষ করতে পারবে বাংলাদেশ।

    কিন্তু সৌম্য সরকারের বিলাসী শট সেই আশার গুড়ে পুরোপুরি বালি ছিটিয়ে দিলো। স্পিনার অ্যাস্টন অ্যাগারের বলে ডাউন দ্য উইকেট গিয়ে তুলে মেরে আকাশে বল উঠালেন। মিড অন থেকে লং অনে পিছিয়ে সে ক্যাচ চার বারের চেষ্টায় লুফে নেন উসমান খাজা। ফলে ১৫ রানে বিদায় তার।

    দিন শেষে বাংলাদেশের রান ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫। বাংলাদেশের মোট লিড দাঁড়াল ৮৮ রানের। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬০ রান করে।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad