Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    'ভিদাল বিক্রি হবেনা; সানচেজ হতে পারে'


    আরতুরো ভিদালের বিক্রির বিষয়টি উড়িয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখের কোচ কার্লো আনচেলত্তি। তবে দলের আরেক তারকা রেনাটো সানচেজ বিক্রি হতে পারন বলে ইঙ্গিত দিযেছেন এই ইতালীয় কোচ। এবারের দলবদলের বাজার থেকে মিডফিল্ডার কোরেনটিন টলিসো ও সেবেস্তিয়ান রুডি এবং প্লে মেকার হামেস রদ্রিগেজ ও স্ট্রাইকার সার্জি জিনাব্রিকে দলে ভিড়িয়েছে বায়ার্ন। তারপরও চিলির আন্তর্জাতিক তারকা ভিদালকে হাতছাড়া করার কোন ইচ্ছে নেই বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের।
    সিঙ্গাপুরে চেলসির বিপক্ষে আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপের ম্যাচে অংশগ্রহণের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেন, 'ভিদালকে বিক্রির কোন সুযোগ নেই। সে আমাদের খেলোয়াড়। তার ওপর আমার ব্যাপক আস্থা আছে। জানি এ বিষয়ে অনেক গুজব ছড়িয়েছে। আমরা এর সঙ্গে এখন মানিয়ে নিয়েছি। ভিদাল যে আমাদের সঙ্গেই থাকছে সেটি শতভাগ নিশ্চিত। '
    তবে ভিদালের মত নিশ্চয়তা মেলেনি সানচেজের ক্ষেত্রে। বেনফিকা থেকে বড় অংকের অর্থের বিনিময়ে বায়ার্নে যোগ দেয়া পর্তুগালের এই আন্তর্জাতিক তারকা গত মৌসুমে খুব একটা সুবিধা করতে পারেননি। ১৯ বছর বয়সি এই তরুণ তারকার প্রসঙ্গে কোচ বলেন, 'দল বদলের জানালা এখনো ৩১ আগস্ট পর্যন্ত খোলা আছে। এই মুহূর্তে সে আমাদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত আছে। তার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য এখনো পর্যাপ্ত সময় আছে। তাকে বিক্রি করার যেমন সম্ভাবনা আছে, আবার এই মৌসুমটি দলে রেখে দেয়ারও সম্ভাবনা আছে। '

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad