Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ইউরোপে যেতে তুরস্কে আটকা পড়েছে ২ হাজার বাংলাদেশি


    ইউরোপে যাওয়ার পথে তুরস্কে আটকে পড়া দুই হাজার বাংলাদেশির প্রত্যাবাসন নিয়ে সঙ্কট দেখা দিয়েছে। এতে মানবিক সঙ্কটের আশঙ্কা করছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। যেসব বাংলাদেশি তুরস্ক হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছে, তাদের এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন রাষ্ট্রদূত। এতে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচের বিভিন্ন দেশ বিশেষ করে ইরান, লেবানন, জর্দানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে অনুপ্রবেশের সুযোগ লাভের আশায় তুরস্কে আসার প্রবণতা বেড়েছে। তুরস্কের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে ইউরোপে অবৈধভাবে গমন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ কারণে তুরস্কে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে শ্লথগতি ও মানবিক সঙ্কটের আশঙ্কা করছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। 

    রাষ্ট্রদূত জানান, এই দূতাবাস ও ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের হিসাব অনুযায়ী আটকে পড়া বাংলাদেশিদের সংখ্যা প্রায় দুই হাজার। এতে করে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। তথ্যবিবরণীতে বলা হয়, যারা অবৈধভাবে তুরস্কে অবস্থান করছে অথবা যারা তুরস্কের ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পাচ্ছে, তাদের অনেকে আবার ইউরোপ গমনের জন্য সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টাকালে মৃত্যুমুখে পতিত হচ্ছে। এদের অনেকেই তুরস্কে সক্রিয় মানবপাচারকারী দলের প্রলোভনে পড়ে সর্বস্ব খুইয়েছে। সম্প্রতি ইস্তাম্বুলে একজন বাংলাদেশি মারা গেছে। তথ্য বিবরণীতে আরও বলা হয়, বাংলাদেশি নাগরিকরা তুরস্কে সক্রিয় বিভিন্ন সংঘবদ্ধ সংগঠনের খপ্পরে পড়ে টাকার লোভে বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যক্রমে জড়িত হচ্ছে। 

    সম্প্রতি তুরস্কে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় উজবেক ও কিরগিজ নাগরিকদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অবৈধভাবে তুরস্কে আসা ব্যক্তিদের জন্য তুরস্ক কখনই বৈধ কর্মসংস্থানের সুযোগ প্রদান করে না। ফলে এসব লোকজন দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে বিপজ্জনক কাজ করে, যা তাদের অর্থনৈতিক উত্তরণের কাজে লাগে না। তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান অভিবাসন চুক্তির আওতায় তুরস্ক হয়ে ইউরোপে পাড়ি জমানো অসম্ভব এবং এ অপচেষ্টা অর্থহীন।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad