সৌদিতে বাংলাদেশি তরুণের অকাল মৃত্যু
জীবিকার টানে সৌদি আরবে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়ীয়ার জেলার মো. এমদাদ নামের এক তরুণ। স্বপ্ন ছিল বিদেশে টাকা কামিয়ে পরিবারের সকলকে ভালো রাখবেন।
কিন্তু কে জানতো মাত্র আট মাস প্রবাস জীবন থেকে মরদেহ হয়ে দেশে ফিরবেন তিনি।
শনিবার রাত সাড়ে ১২টায় সৌদি আরব আল গাছিম শহরে নিজ কর্মস্থলে হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে গেছেন এমদাদ ।
এমদাদের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে। বর্তমানে তার মরদেহ আল গাছিম শহরের স্থানীয় মেডিকেলে রাখা হয়েছে।
No comments