শ্রীলঙ্কা দলের অস্থায়ী ব্যাটিং কোচ হাশান তিলকরত্নে
অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গে যোগ হলেন হাশান তিলকরত্নে। নিজ মাঠে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি। ২০১৪ সালে স্বদেশী মারভান আতাপাত্তু প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ব্যাটিং কোচ বিহীন শ্রীলঙ্কা ক্রিকেট দল।
শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহা বলেন, 'মুলত সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকেই হাসান আমাদের সঙ্গে আছেন। এখন এ পর্যায়ে সকল (ভারত সিরিজ) টেস্টেই তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। খুব সম্ভবত ভারতের বিপক্ষে সিরিজ শেষে আমরা নিক পোথাসের সঙ্গে আলোচনা করব এবং দেখব কি হয়। তার অভিজ্ঞতার ভান্ডার বেশ সমৃদ্ধ যেখান থেকে ব্যাটসম্যানরা অনেক কিছু শিখতে পারবে। '
গত ডিসেম্বর থেকেই শ্রীলঙ্কা ক্রিকেটের(এসএলসি) সঙ্গে যুক্ত আছেন তিলকরত্নে। তিনি জাতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে বেশি কাজ করেছেন। ইতিপুর্বে জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। সাবেক এ অধিনায়ক ১১ টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। ৮৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তার সেঞ্চুরি ১১টি।
No comments