Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ক্যাটকে 'সমকক্ষ' মানতে নারাজ সোনম!


    ইদানীং খুব একটা ভালো যাচ্ছে না রণবীর-সোনমের সম্পর্ক। তার উপর রণবীরের মুখে সাবেক প্রেমিকা ক্যাটরিনার প্রশংসা! আর তাতেই যেন আঁতে ঘা লেগেছে সোনম কাপুরের। রীতিমত তেলে-বেগুনে জ্বলে উঠলেন কাপুর কন্যা। 

    অচিরেই মুক্তি পাবে ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর অভিনীত নতুন ছবি 'জাগ্গা জাসুস'। ছবিটির প্রচারণার কাজের ফাঁকে রণবীর যখনই পারছেন, ক্যাটরিনাকে খুশি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    এক সাক্ষাৎকারে ক্যাটরিনার ফ্যাশন সেন্স সম্পর্কে কথা বলতে গিয়ে রণবীর জানান, ভারতে অন্যদের চেয়ে ফ্যাশন-বোধে অনেকটাই এগিয়ে ক্যাটরিনা। সবার আগেই সে ব্র্যান্ডগুলো খুঁজে বের করে নিজে পরিধান করে। সেই জন্যই বোধহয় লোকে সোনম কাপুরের ফ্যাশন সেন্স নিয়ে যতটা মাতামাতি করে, ক্যাটরিনার ফ্যাশন সেন্স নিয়ে ততটা করে না! রণবীরের এহেন মন্তব্যে বেজায় চটেছেন সোনম কাপুর। তিনি পাল্টা জবাবে জানিয়েছেন, ক্যাটরিনা কখনোই নিজের স্টাইল বা লুক নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করেন না, যেটা তিনি হামেশাই করে থাকেন। তাই ক্যাটরিনা এবং তার ফ্যাশন সম্পর্কে ধারণার কোনো তুলনা করা উচিত নয়।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad