Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    সালমানকে গাড়ি উপহার দিলেন শাহরুখ


    দীর্ঘ প্রতীক্ষার পর বলিউডের করণ-অর্জুন সালমান খান এবং শাহরুখ খান 'টিউবলাইট' সিনেমায় একত্রিত হয়েছেন। গত মাসেই সালমান খান অভিনীত 'টিউবলাইট' সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিটিতে শাহরুখ অতিথি হিসেবে অভিনয় করেছেন। এবার শাহরুখের পরবর্তী ছবিতে সালমানকে দেখা যাবে। 

    তবে আসল খবর হচ্ছে শাহরুখের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে রাজি হওয়ায় সালমানকে একটি বিলাসবহুল সোয়াঙ্কি গাড়ি উপহার দিয়েছেন তিনি। মঙ্গলবার (৪ জুলাই) সালমান শুটিং সেটে হাজির হলে শাহরুখ তাকে গাড়িটি উপহার দিয়ে অবাক করে দেন। শাহরুখ-সালমানের এই বন্ধুত্ব ভক্তদের মনে তাদের জন্য ভালোবাসা বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad