দেড় বছর বয়সেই তামিম পুত্রের হাতে ব্যাট (ভিডিও)
ঐতিহ্যবাহী ক্রিকেট পরিবার। চাচা সাবেক অধিনায়ক আকরাম খান। ভাই নাফিস ইকবাল। তামিম ইকবালের সঙ্গে এক সময় ওপেন করতেন তিনি। পারিবারিক ঐতিহ্য বজায় রেখে তামিমের ছেলে আরহামও যে ক্রিকেটার হবে তার ইঙ্গিত পাওয়া গেল।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে আরহামের জন্ম। মানে বয়স এখনও দেড় বছর পূরণ হয়নি। তবে এরই মধ্যে ক্রিকেট খেলাটা চিনে ফেলেছে সে। ব্যাট দেখলেই সেটা হাতে নেওয়ার চেষ্টা করছে।
ছেলের ক্রিকেট প্রীতি দেখে খুশি তামিম ইকবাল।ছেলে যদি ক্রিকেটার হয় তাহলে আপত্তি নেই। কথাটা আগেই বলে রেখেছেন তামিম। বাবার মনের কথাটা হয়তো বুঝতে পেরেছেন ছেলে। ব্যাট নিয়ে তাই নাড়াচাড়া শুরু করে দিয়েছেন আরহাম। ছেলের সেই ছবিটা নিজের ফেসবুকে পোস্ট করেছেন তামিম।
No comments