সীতাকুণ্ডে ২ হাজার ৪শ' পিস ইয়াবাসহ আটক ১
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ঘোড়ামারা এলাকায় এক পথচারীর দেহ তল্লাশি করে ২ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। এসময় ঐ ব্যক্তিকে আটক করা হয়। তার নাম দীন মোহাম্মদ দিলু, বয়স ৪৫ বছর।
এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. কায়ুম আলী সরদার জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনা মিয়া ড্রাইভারের বাড়ীর সামন দিলু নামে একজনকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
No comments