Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    'রাজনৈতিক পরিবেশটাকে বিষাক্ত করছে বিএনপি'


    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "বিএনপি তাদের মুখের বিষ দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে। " শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজায় ‘টাচ অ্যান্ড গো’ সিস্টেমে টোল আদায়ের নতুন পদ্ধতির উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন।
    এ সময় ওবায়দুল কাদের বলেন, "বিএনপি একদিকে লেভেল প্লেয়িং ফিল্ড চায়, অন্যদিকে নিজেরাই রাজনৈতিক পরিবেশটাকে বিষাক্ত করছে তাদের মুখের বিষ দিয়ে। ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত বক্তব্য মুখের বিষের মতো; যা রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে। "
    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, "বিএনপির নাকি পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। অথচ বাংলাদেশের মানুষ জানে পালিয়ে যাওয়ার রেকর্ড রাজনীতিতে এ দেশে কেবল বিএনপিরই। অন্য কোনো দলের নয়। "
    সেতুমন্ত্রী জানান ‘তাদের (বিএনপির) আরেক লিডার কয়েক বছর ধরে লন্ডনে আছেন। ওয়ান-ইলেভেনের সাজানো গল্প বলছেন, কিন্তু আসল গল্পটা কি ভুলে গেলেন, সত্যটা কি ভুলে গেলেন? রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে কে সেদিন লন্ডনে পাড়ি জমিয়েছিল? আজও ফিরে আসেনি। তো পালিয়ে যাওয়ার ইতিহাস কার?’

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad