শাবানাকে শিল্পী সমিতির সম্মাননা
ঢালিউডের বিউটি কুইন খ্যাত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল শুক্রবার সন্ধায় শাবানা বাসায় গিয়ে তার হাতে সম্মাননা পদক তুলে দেন সমিতির নেতারা।
এসময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, অঞ্জনা সুলতানা, রোজিনা, নিপুন ও সাইমন।
জায়েদ খান বলেন, শাবানা আপাকে শিল্পী সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করেছি। আমাদের নতুন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি। নিজেদের গর্বিত করতেই সম্মাননা। আমাদের চলচ্চিত্র পরিবারের বর্তমানের যে আন্দোলনের বিষয়েও আমরা (শাবানার সঙ্গে) কথা বলেছি। তিনি আমাদের সঙ্গে থাকবেন বলে কথা দিয়েছেন।
No comments